বাংলা শিক্ষা পোর্টালের ট্যাব দুর্নীতি এবার হাওড়াতেও ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ১৫,নভেম্বর :: বাংলা শিক্ষা পোর্টালের ট্যাব দুর্নীতি এবার হাওড়াতেও । হাওড়া জেলার প্রায় ৩০ টি স্কুলের ১২৪ জন ছাত্রের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্যের একাউন্টে।

উত্তর হাওড়ার সালকিয়া বিদ্যাপীঠ ও ঘুসুড়ি শ্রী হনুমান হিন্দি হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় ১৩ জন ছাত্রের ট্যাবের টাকাও চলে গিয়েছে অন্য অজ্ঞাত পরিচয় ব্যক্তির একাউন্টে ।

যা নিয়ে ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষকসহ পার্শ্ব শিক্ষকরাও পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা।

সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা জানাচ্ছেন বাংলা শিক্ষা পোর্টালে ছাত্র-ছাত্রীদের সমস্ত তথ্য ব্যাংক একাউন্ট সহ সঠিক ভাবেই দেওয়া হয়েছিল। কিন্তু কিভাবে এই বেনিয়াম হল তা তারা বুঝে উঠতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =