নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শনিবার ১৬,নভেম্বর :: আবাস যোজনার তদন্তেও তোলাবাজি! বিডিও অফিসের নাম করে সরাসরি গরীব মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ এক সরকারী কর্মচারির বিরুদ্ধে। বাইকের তেল ও মধ্যাহ্ন ভোজনের নাম করেই টাকা তুলছেন পশু চিকিৎসক মিতম কুমার হালদার।
চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের কল্যানী সংসদের। ঘটনা নিয়ে বিডিও ও মহকুমাশাসক কে লিখিত অভিযোগ জানিয়ে ওই পশু চিকিৎসকের সাসপেন্ডের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। জানা গেছে, বাংলা আবাস যোজনার তালিকায় নাম থাকা উপভোক্তাদের বাড়ি সরজমিনে খতিয়ে দেখতে প্রতিটি ব্লকেই সরকারী কর্মচারিদের মাঠে নামিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ব্লক প্রশাসন।
একইভাবে বংশীহারি ব্লকেও সেই তদন্ত প্রক্রিয়া করবার জন্য দায়ীত্ব দেওয়া হয়েছে ওই ব্লকের দৌলতপুর পশু চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক মিতম কুমার হালদার কে। যার বিরুদ্ধেই গ্রামের গরীব মানুষদের কাছ থেকে ভুল বুঝিয়ে তোলাবাজি করার অভিযোগ উঠেছে।
খোদ বিডিও অফিসের নাম করেই ওই তোলাবাজি চালাচ্ছেন পশু চিকিৎসক মিতম কুমার হালদার বলে অভিযোগ গ্রামবাসীদের। দুপুরের খাবার ও মোটর বাইকে পেট্রোল ভরবার নাম করেই কারো কাছে এক হাজার আবার কারো কাছে দুহাজার টাকা করে তুলছেন ওই পশু চিকিৎসক বলেও অভিযোগ।