দুর্ঘটনায় মৃতদের পরিবারের সাথে দেখা করলেন মন্ত্রী ও আধিকারিক।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৬,নভেম্বর :: ফের মালদায় ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। বিয়ের নিমন্ত্রণ দিয়ে বাইক নিয়ে ফেরার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তিন যুবকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার নাকাট্টি ব্রীজে। জানা গেছে, দুর্ঘটনায় মৃতরা হলেন, বিশ্বজিৎ কর্মকার, বয়স ২৫ বছর, ভোলা কর্মকার, বয়স ২৩ বছর এবং এনাফুল রহমান, বয়স ১৮ বছর।

এদের মধ্যে বিশ্বজিৎ ও ভোলা সম্পর্কে শ্যালক-জামাইবাবু। এবং এনাফুল ভোলার বন্ধু। বিশ্বজিতের বাড়ি রতুয়া থানার বিলাইমারি অঞ্চলের রামায়ণপুর গ্রামে। ভোলার বাড়ি হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরে এবং এনাফুল উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকার বাসিন্দা। তিনি হরিশ্চন্দ্রপুরের এক পাউরুটি ফ্যাক্টরিতে কাজ করতেন।

এদিন তারা তিনজনে মিলে বিশ্বজিতের ভাগ্নীর বিয়ের কার্ড দিয়ে বাইকে চেপে ভালুকা থেকে ফিরছিলেন। ফেরার সময় রতয়ার নাকাটি ব্রীজের উপর দাঁড়িয়ে থাকা এক ট্রাক্টরে গিয়ে সজোরে ধাক্কা মারে বলে খবর। যার জেরে বাইকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।

শনিবার দিন সকালে মৃত ভোলা কর্মকারের পরিবারে সাথে দেখা করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন এবং হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের বিডিও তাপস কুমার পাল, তৃণমূল যুব সভাপতি মহ: মনিরুল আলম। প্রত্যেকেই ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এদিন প্রতিমন্ত্রী তজমুল হোসেন বলেন, গতকাল রাত্রে নাক্কাটি ব্রিজে একটি দুর্ঘটনা ঘটেছিল।সেই দুর্ঘটনায় দৌলতপুর গ্রামের একজনের মৃত্যু হয়।আজকে তার পরিবারের সঙ্গে দেখা করলাম। ব্লক প্রশাসনের পক্ষ থেকে কিছু সহযোগিতা করা হলো। পরবর্তীতে আরো যেন সরকারি সুবিধা পায় সেটি দেখা হচ্ছে। আমরা পরিবারটির পাশে রয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eleven =