নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: সোমবার ১৮,নভেম্বর :: আজ বাঙালির ঘরে ঘরে পালিত হচ্ছে নবান্ন উৎসব। বাঙালিদের অন্যতম একটি পার্বণ হল নবান্ন। অর্থাৎ ধান কেটে ঘরে তুলে সেই ধান থেকে চাল, চিড়া করে দেবতাদের উৎসর্গ করা। রাতে চলে ভুরি ভোজ। তবে অনেকেই কর্ম ব্যস্ততার কারণে নতুন ধানের চাল কিংবা চিড়া করতে পারেননি।
তাদের জন্য বাজারে পাওয়া যাচ্ছে নতুন ধানের চাল, চিড়া, মাসকালাই ডাল,সুপারি, পান, নতুন শাক সবজি সহ নবান্ন উৎসবের যাবতীয় উপকরণ। সকাল থেকেই ময়নাগুড়ি শহরের বিভিন্ন প্রান্তের মানুষ জন তা কিনে নিয়ে বাড়িতে আয়োজন শুরু করেছেন নবান্ন উৎসবের। এদিকে নবান্নের বাজারে শাক সবজি সহ যাবতীয় উপকরণের বাজার মূল্য কিছুটা হলেও বেশি বলেই দাবি সাধারণ ক্রেতাদের ।