সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: বুধবার ২০,নভেম্বর :: ডায়মন্ডহারবার মহকুমার আদালতের বিচারপতির বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তুলে ডায়মন্ড হারবার মহকুমার আদালতের গেটের সামনে আইনজীবীদের বিক্ষোভ। আইনজীবীদের বিক্ষোভের জেরে অচল পরিস্থিতি ডায়মন্ড হারবার মহকুমার আদালতে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনাস্থলে ডায়মন্ডহারবার থানার পুলিশ। সরকারি আইনজীবীকে অপমানের অভিযোগে গত সোমবার থেকে অচল পরিস্থিতি হয়ে যায় ডায়মন্ড হারবার মহকুমার আদালতে। ডায়মন্ড হারবার মহকুমার আদালতের সিভিল ও ক্রিমিনাল আদালতে সমস্ত কাজ বন্ধ রাখে আইনজীবীরা।
এদের সোমবার থেকে সমস্যার মধ্যে পড়েছে বিচার প্রার্থীরা। বুধবার সেই আন্দোলন বৃহত্তর আকার ধারণ করে কার্যত ডায়মন্ড হারবার মহকুমার আদালতের সিভিল ও ক্রিমিনাল আদালতের মূল গেটের সামনে আন্দোলন দেখায় আইনজীবীরা।
উল্লেখ্য এই ঘটনার সূত্রপাত হয়, গত ৬ নভেম্বর ডায়মন্ড হারবার মহকুমার আদালতে সুদীপ হালদার নামে এক আইনজীবীকে অপমান করেন এসিজেএম। ঘটনার পর সম্পূর্ণ বিষয় নিয়ে অতিরিক্ত জেলা বিচারপতির কাছে অভিযোগও জানানো হয়।
কিন্তু তারপর কেটে গিয়েছে বহু দিন। আইনজীবীদের দাবি এই বিষয়টি নিয়ে কোন সুরাহা না মেলায় আবার বিক্ষোভের পথে হাঁটলেন আইনজীবীরা।এই বিষয় সুদীপ হালদার নামে ওই আইনজীবী বলেন, গত নভেম্বর মাসে ৬ তারিখে কোট চত্বরে গাড়ি পার্কিং করার কেন্দ্র করে মহামান্য বিচারপতি আমাকে অপমানজনক কথা বলেন।