ছমাস আগে এক সন্ধ্যায় এক ব্যবসায়ীর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে টাকা নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৩,নভেম্বর :: ছমাস আগে এক সন্ধ্যায় এক ব্যবসায়ীর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে টাকা নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ । ধৃতদের নাম শান্তনু চট্টোপাধ্যায় ওরফে ঝাকু ও টোটন ভকত।

স্থানীয় সূত্রে জানা যায় গ্রেপ্তার হওয়া দুজনই বর্ধমান শহরের সক্রিয় বিজেপি কর্মী। ১৮ জুন সন্ধ্যায় বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় ব্যবসায়ী মনোজিৎ দে তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে ব্যাগে টাকা নিয়ে মোটরসাইকেলে রওনা দেন। আলামগঞ্জে গুড়ের ব্যবসা আছে তার ।

মনোজিৎ বাড়ির কাছে আসতেই চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার পরই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে বর্ধমান থানার আইসি নিজে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয় খতিয়ে দেখেন। পরবর্তীতে ব্যবসায়ী মনোজিৎ বাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার প্রায় ছমাস পর অবশেষে বর্ধমান থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 3 =