নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৩,নভেম্বর :: ট্যাব-কাণ্ডে এবার পুলিশের হাতে গ্রেফতার বিহারের এক বাসিন্দা। এই কান্ডে টাকা হাতানোয় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবী পুলিশের। ধৃতের নাম রবীন্দ্রপ্রসাদ সিংহ । বিহারের কিশানগঞ্জ জেলার পোথিয়া থানা এলাকার বাসিন্দা।
এই প্রথম পশ্চিমবঙ্গের বাইরে থেকে ট্যাব-কান্ডে কেউ গ্রেফতার হল। এটি পূর্ব বর্ধমান জেলার পুলিশের বড়সড় সাফল্য, এখন পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। অন্যদিকে এই কান্ডে মালদা থেকে গ্রেফতার হওয়া পাঁচজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া যায় শিলিগুড়িতে কর্মরত বিহারের বাসিন্দা ও অন্যতম চক্রীর খোঁজ।
সেই অনুযায়ী জেলা পুলিশের একটি দল পৌঁছে গিয়েছিল শিলিগুড়িতে। প্রধাননগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে দেবীডাঙা থেকে গ্রেফতার করা হয় রবীন্দ্রপ্রসাদ সিংহকে বলে জানাচ্ছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।
ট্যাবের টাকা ছাত্রদের একাউন্টের বদলে হাতিয়ে নেওয়ায় রবীন্দ্রপ্রসাদ সিংহের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিভিন্ন ভাবে একাউন্ট খোলার ব্যবস্থা করতো এবং ট্যাব কেনার অন্যের টাকা সেই সব একাউন্টে জমা করাতো। পরে সেই টাকা তুলে নিত সে বলে জানান তিনি।