ঐতিহ্য, ভক্তি আর মহিমার মেলবন্ধনে শুরু হল দক্ষিণ দিনাজপুরের শতাব্দী প্রাচীন বোল্লা কালী মেলা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শনিবার ২৩,নভেম্বর :: ঐতিহ্য, ভক্তি আর মহিমার মেলবন্ধনে শুরু হল দক্ষিণ দিনাজপুরের শতাব্দী প্রাচীন বোল্লা কালী মেলা। প্রায় সাড়ে সাত হাত উচ্চতার বোল্লা কালীর মূর্তি দেখতেই উত্তরবঙ্গসহ দেশ-বিদেশ থেকে ছুটে এসেছেন লক্ষাধিক ভক্ত।

রীতি মেনে রাসপূর্ণিমার পরের শুক্রবার থেকে শুরু হওয়া এই পুজো এবং তিন দিনের মেলা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম উৎসবে পরিণত হয়েছে। কথিত আছে, প্রায় ৪০০ বছর আগে জমিদার বল্লভ চৌধুরীর আমলে এক মহিলা স্বপ্নাদেশে একটি পাথর খণ্ড মাতৃরূপে পুজো করেন। যার নাম অনুসারেই ভাষান্তরে জায়গাটির নাম হয়েছে বোল্লা।

পরে জমিদার মুরারী মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে মামলা লড়ে বোল্লা মায়ের আশীর্বাদে জয়লাভ করেন। যে কৃতজ্ঞতায় তিনি এই মন্দিরটি নির্মাণ করেন। সেই থেকে শুরু হওয়া এই পুজো আজ লক্ষাধিক ভক্তের আস্থার প্রতীক হয়ে উঠেছে। তিনদিনের এই মেলায় ভিড় সামলাতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

কয়েক হাজার পুলিশ ও সিভিকের নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ রয়েছে গোটা বোল্লা মেলা চত্বর। শুধু তাই নয় শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে গোটা এলাকার নজরদারিতেও। ভক্তদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে অস্থায়ী থানা ও হাসপাতাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − ten =