নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: শনিবার ২৩,নভেম্বর :: সদ্য প্রয়াত হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজী নুরুল ইসলামের মৃত্যুর পর তার ছেলে রবিউল ইসলাম কে প্রার্থী করে তৃণমূল। হাজী নুরুল ইসলামের ছেলেকে প্রার্থী করে বাজিমাত করলো তৃণমূল।
গননার শুরুর প্রথম থেকেই বিশাল অঙ্কের ভোটে এগিয়ে থাকার পর বাবা হাজি নুরুল ইসলামের ২০২১ সালের রেকর্ড ছাপিয়ে ১ লক্ষ ৩১ হাজার ৩৯৫ ভোটের ব্যবধানে জিতলো তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। ২০২১ সালের বিধানসভা ভোটে হাজি নুরুল জিতেছিলেন ১ লক্ষ ১১ হাজার ভোটে।
যদি বা এই নির্বাচনে দ্বিতীয় পজিশনে রয়েছেন ISF প্রার্থী পিয়ারুল ইসলাম। এবং তৃতীয় পজিশনে আছেন বিজেপি প্রার্থী বিমল দাস। ভোটের ফল খারাপ হওয়ায় মাঝপথেই কাউন্টিং হল ছাড়লেন হাড়োয়া বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী বিমল দাস। এই ফলের প্রভাব ২০২৬ এর বিধানসভা নির্বাচনে পড়বে বলে বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থীর।