সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: রবিবার ২৪,নভেম্বর :: এবার দুই পঞ্চায়েত সদস্যর নাম আবাস যোজনার তালিকায় । আর তা জানাজানি হতেই পড়লো হইচই । শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বাড়ি ফিরিয়ে দিলেন ডায়মন্ডহারবার ১ নম্বর ব্লকের দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য। আর এতেই মান বাঁচল দলের ।
ডায়মন্ডহারবার ১ নম্বর ব্লকের বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েতের চাঁদা গ্রামের পঞ্চায়েত সদস্য এনায়েত হোসেন মোল্লা ও মশাট গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু সরকার দুজনেই তড়িঘড়ি লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে আবাসের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করেন।
আবাসের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করে পঞ্চায়েত সদস্যদের বক্তব্য, ২০২৩ এর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার পঞ্চায়েত সদস্য হয়েছেন তারা। এনায়েত হোসেন মোল্লা বলেন, ২০১৮ তে বাড়ির সমীক্ষা হয়েছিল তখন মাটির বাড়ি ছিল। তবে বর্তমানে তার ছেলে পাকা বাড়ি তৈরী করছে। তাই তিনি এলাকার যোগ্য ব্যক্তিদের বাড়ির দাবী জানিয়ে নিজেই নাম বাতিলের আবেদন করেন।
অন্যদিকে মশাট পঞ্চায়েতের সদস্য রাজু সরকার আগে ভাড়া বাড়িতে থাকতেন। তবে নিজেই পাকা বাড়ি করেছেন তাই তারও বাড়ি দরকার নেই তিনিও এনায়েত হোসেন মোল্লার মত বাড়ি বাতিলের লিখিত আবেদন করেন। পাশাপাশি তিনি বলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাস নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন । যোগ্য ব্যক্তিরা যাতে বাড়ি পায় সে কথাই বলেছেন । আমি সেই দলের সদস্য হয়ে এলাকার যোগ্য ব্যক্তিদের জন্যই বাড়ির আবেদন জানিয়েছি