নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হেমনগর :: রবিবার ২৪,নভেম্বর :: নদী বাঁধ বসে যাওয়ায় বাঁধের উপরে থাকা ইটের রাস্তার বেশ কিছুটা অংশ বসে গিয়েছে। প্রায় ৩ মাস ধরে এভাবে আছে, হেলদোল নেই প্রশাসনের। এদিকে বেহাল ইটের রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন সাধারন মানুষ। এই অবস্থা হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর থানার হেমনগর গ্রামের সেতুর পাশের রাস্তার।
স্থানীয় সূত্রে খবর,হেমনগরে গোমতী নদীর উপরে যে সেতু আছে ওই সেতুর পাশে গোমতী নদীর বাঁধের উপর দিয়ে হেমনগর গ্রামের মানুষের যাতায়াত করার জন্য ইটের রাস্তা আছে।তার বেহাল অবস্থা।
স্থানীয় বাসিন্দা সুকান্ত গায়েন বলেন, “ কয়েক মাস আগে এই গোমতী নদীর বাঁধের বেশ কিছুটা অংশ বসে যেতে শুরু করে। ফলে বাঁধের উপরে যে ইটের রাস্তা তা বসে গিয়েছে। রাস্তার ইট এলোমেলো হয়ে যাওয়ায় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। ”
হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন,“ আমাকে এই বিষয়ে কেউ কিছু বলেনি।খোঁজ নিয়ে দেখবো।”