ট্যাব কেলেঙ্কারির মধ্যেই সঠিক তদন্তের দাবী করলেন স্কুল ও মাদ্রাসা ক্লার্ক এ্যাসোশিয়েশনের সদস্যরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২৫,নভেম্বর :: ট্যাব কেলেঙ্কারির মধ্যেই সঠিক তদন্তের দাবী করলেন স্কুল ও মাদ্রাসা ক্লাক এ্যাসোশিয়েশনের সদস্যরা।বর্ধমান শহরের লাকুড্ডি বিদ্যামন্দির হাইস্কুলে স্কুল ও মাদ্রাসা ক্লাক এ্যাসোশিয়েশনের জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন শেষে সাংবাদিক বৈঠকে সংগঠনের নেতৃত্ব অভিযোগ করেন,বহু প্রতিকূল অবস্থা ও পরিকাঠামোর মধ্যে তাদের কাজ করতে হয়।অথচ তাদের উপরেই সব দায় দায়িত্ব আছে। ট্যাব কাণ্ড নিয়ে রাজ্য সম্পাদক তাপস গোলুই বলেন,

প্রথমে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা একাউন্টে না ঢোকায় তাদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছিল। তাদের ভুলে বা দোষেই নাকি ট্যাবের টাকা পায় নি পড়ুয়ারা এমন কথাও প্রচার করা হচ্ছিল।

অথচ তদন্ত দেখা গেল গোটা ঘটনায় জড়িত জ্যামতারা গ্যাং। এই ঘটনায় বেশ কয়েকজন অপরাধী গ্রেফতার হয়েছে। এখন কার্যত প্রমাণিত হল এই ঘটনার শিকড় বহুদূর পর্যন্ত গেছে। সংগঠনের সদস্য বিশ্বেশ্বর চক্রবর্তী বলেন, গোটা রাজ্যের ২০ শতাংশ স্কুলে কোন করণিক নেই।

অথচ এই ভাবেই স্কুল চলছে, পোটালে আপলোড করা হচ্ছে বিভিন্ন প্রকল্পের কাজ। তিনি জানান রাজ্যে মাধ্যমিক স্কুলের সংখ্যা ৯৩৮২ টি, উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা ৮৭১ ও মাদ্রাসা স্কুল হল ৬৫২ টি।সব স্কুলে ক্লার্ক নাই।

পাশাপাশি বেশির ভাগ স্কুলেই একজন মাত্র করণিক। তাঁকেই বিভিন্ন প্রকল্পের কাজও দেখতে হয় তেমনি স্কুলের অন্যান্য কাজও সামলাতে হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =