নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিনিকেতন :: সোমবার ২৫,নভেম্বর :: শান্তিনিকেতনের ২০২৪ এ ঐতিহ্যবাহিত পৌষ মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক। এই ঐতিহ্যবাহিত পৌষ মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই নিয়েই আজ বৈঠক বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরীতে।
মেলা পরিচালনা করবে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট কিন্তু এই পৌষ মেলায় পূর্ণ সহযোগিতা করবে রাজ্য সরকার। এই মেলা ৬ দিন ধরে চলবে বলে জানা গেল। পৌষ মেলা বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন,
রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা, বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া ঘোষ মহাশয়া, অ্যাডিশনাল এসপি রানা মুখার্জি, এসডিপিও রিকি আগরওয়াল, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্বভারতী কর্মকর্তারা।