নবদ্বীপে ফেলে যাওয়া একরত্তির ঠাঁই হল অবশেষে সরকারি হোমে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: মঙ্গলবার ২৬,নভেম্বর :: নবদ্বীপে ফেলে যাওয়া একরত্তির ঠাঁই হল অবশেষে সরকারি হোমে।চায়ের দোকানে চা খেতে বসে পাশের একটি মন্দির দেখে আসার নাম করে নিজেদের দু মাসের শিশু সন্তানকে দোকান মালিকের স্ত্রীর কাছে রেখে উধাও হয়ে গিয়েছিলেন অপরিচিত এক দম্পতি।

গত ১৯ নভেম্বর সন্ধ্যায় নবদ্বীপ শহরের রানীরঘাটের গঙ্গার ধারে এই ঘটনার পর আর দেখা মেলেনি শিশুটির বাবা-মায়ের। স্থানীয় লোকজন এবং পুলিশের সহযোগিতায় সেই রাতেই শিশুটিকে পাঠানো হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে ৬ ‘দিন থাকার পর অবশেষে শিশুটির ঠাঁই হল রানাঘাটে জেলা চাইল্ড লাইনের আশ্রয়ে।

সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নিয়ে গেলেন হাসপাতালের চিকিৎসক ও নার্সদের পরিচর্যায় বেড়ে ওঠা মাত্র দু মাসের এই শিশুটিকে।

আর, শিশুটিকে ছেড়ে দেওয়ার মুহূর্তে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় নবদ্বীপ হাসপাতালের চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে। যদিও শিশুটিকে নেওয়ার জন্য ইতিমধ্যেই প্রায় পঞ্চাশ জন নিঃসন্তান দম্পতি যোগাযোগ করেছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল সহ সরকারিভাবে।

সুদূর ঝাড়খন্ড থেকে পর্যন্ত ছুটে এসেছেন এই শিশুটিকে দত্তক নেবার জন্য। এখনো শিশুটির মা এবং বাবার খোঁজ চালাচ্ছে পুলিশ এবং প্রশাসন। শিশুটি কি খুঁজে পাবে তার মা এবং বাবাকে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 14 =