কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৬,নভেম্বর :: মানিকচকের মথুরাপুরে রক্ষাকালী পুজো ঘিরে জোর তৎপরতা।প্রায় ৩০০ বছরের বেশী সময় ধরে হয়ে আসছে পুজো।রীতি অনুযায়ী একদিনেই প্রতিমা তৈরি থেকে শুরু করে পূজা অর্চনা এবং বিসর্জন দেওয়া হয়।
একেবারে কাঁচা মাটির প্রতিমায় মা পূজিত হন।হাজার হাজার ভক্তদের ঢল নামে পুজোয়।শুধু মালদহ জেলা নয় পার্শ্ববর্তী জেলা এমনকি প্রতিবেশী রাজ্য বিহার ঝাড়খন্ড থেকেও প্রচুর ভক্তরা হাজির হন।
পুজোর নির্দিষ্ট রীতি মেনেই রক্ষা কালীর পুজো করতে হয়। নিয়মের ব্যতিক্রম হলেই ঘটে বিপত্তি। অগ্রহায়ন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে মঙ্গলবার হয় পুজো।পুজোর দিন সকালে সূর্য ওঠার পর শুরু হয় প্রতিমা তৈরীর কাজ যা সন্ধ্যার মধ্যে শেষ করতে হয়।
সন্ধ্যায় কাহারদের মাথায় করে এবং ধোবাদের হ্যারিকেনের আলোয় মথুরাপুরের কাহারপাড়া মন্দিরে নিয়ে আশা হয় প্রতিমাকে।
সন্ধ্যা থেকে পুজো শুরু হয় রক্ষা কালীর এবং সূর্য ওঠার আগেই বিসর্জন সম্পন্ন করতে হয়।পুজো কমিটির সদস্য সন্তোষ মন্ডল বলেন,বহুদিন আগে মথুরাপুরে , ওলাওঠা রোগ ব্যাপকভাবে থাবা বসায় ।
প্রচুর সংখ্যক মানুষের মৃত্যু হয় ।সেইসময় গ্রামে হাজির হন এক সাধু বাবা ।তিনি এই বিপদ থেকে মুক্তি পেতে সাধু বাবাই রক্ষা কালীর পুজো দিতে বলে গ্রামবাসীদের।সেই সময় থেকেই পুজো হয়ে আসছে রক্ষাকালী মাতার। প্রচন্ড জাগ্রত দেবী হিসাবে মা এখানে পূজিত হয়ে আসছে।