নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২৭,নভেম্বর :: বীরভূমের কোটাসুরে ময়ূরেশ্বর 2নং ভূমি আধিকারিক দপ্তর ও ময়ূরেশ্বর থানার যৌথ উদ্যোগে সাঁইথিয়া- বহরমপুর মেন রাস্তার উপর চলছে নাকা চেকিং। আর এই নাকা চেকিং এ যেসব বালির গাড়িতে বৈধ কাগজপত্র নেই সেইসব বালির গাড়ি গুলোকে অবৈধ বালি হিসেবে আটক করছেন ময়ূরেশ্বর দুই ভূমি আধিকারিক দপ্তর।
ময়ূরেশ্বর দুই ভূমি আধিকারিক দপ্তর ও ময়ূরেশ্বর থানার যৌথ উদ্যোগে বেশ কয়েকটি বালির গাড়ি আটক করা হয় কোটাসুর বাজারে। মূলত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তারপর থেকেই নড়েচড়ে বসেছেন বীরভূমের জেলা প্রশাসন।
গত দুই দিন ধরে বীরভূমের ইলামবাজার,দুবরাজপুর ও আরো অন্যান্য বেশ কিছু জায়গায় অবৈধ বালি,কয়লা ও গরু বোঝায় গাড়ি আটক করেছে বীরভূম জেলা প্রশাসন। আবারও একই রকম ভাবে অভিযান চালিয়ে ময়ূরেশ্বরের কোটাসুরে বেশ কয়েকটি অবৈধ বালির গাড়ি আটক করল ময়ূরেশ্বর 2নং ভুমি আধিকারিক দপ্তর।