অভিযোগ, কুইন্টাল প্রতি কমপক্ষে ৪ কেজি কিছু কিছু ক্ষেত্রে পাঁচ কেজি করেও বাদ দেওয়া হচ্ছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: বুধবার ২৭,নভেম্বর :: ফালাকাটার কৃষক বাজারে কৃষকদের থেকে ধান কিনছে রাজ্য সরকার l অভিযোগ, কুইন্টাল প্রতি কমপক্ষে ৪ কেজি কিছু কিছু ক্ষেত্রে পাঁচ কেজি করেও বাদ দেওয়া হচ্ছে,

এবং ধান বিক্রি টাকা ৭২ ঘন্টার মধ্যে উপভোক্তাদের একাউন্টে ঢোকার কথা থাকলেও ৫-৬ দিন পেরিয়ে গেলও সেই টাকা একাউন্টে না ঢোকায় কৃষকদের মনে ক্ষোভ তৈরি হয়েছে l

সরকারের কাছে ধান বিক্রি করতে আসা কৃষকরা অভিযোগ করেন ভালো ধান নিয়ে আসলেও কুইন্টাল প্রতি চার কেজি করে ধান বাদ দিয়ে ওজন করে সেই এমাউন্টটা তাদের জানিয়ে দেওয়া হচ্ছে, ফলে কৃষকরা সরকারের কাছে ধান বিক্রি করে ক্ষতি মুখে পড়ছে l

খোলা বাজারে এক কেজি ধান ২১ টাকা করে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে পাইকাররা, এখানে সরকার থেকে ২৩ টাকা কেজি দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু প্রতি কুইন্টালে চার কেজি করে মাপে ধান বাদ দেওয়া হচ্ছে এবং

বাড়ি থেকে কৃষক বাজার পর্যন্ত আনার গাড়ি ভাড়া এবং সেখানে আনলোডিং এর জন্য ৮ টাকা করে প্রতি বস্তা (৫০কেজি) সেটাও আমাদের দিতে হচ্ছে, এবং একাউন্টে টাক ও ঢুকছে ৫-৬দিন পর, এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা l

ফালাকাটা সিপিসি দপ্তর সূত্রে খবর, সরকার থেকে যে গুণগত মানের ধান কৃষকদের আনার কথা তার থেকে নিম্নমানের ধান কৃষকরা নিয়ে আসছে সেই জন্যই যাতে কৃষকরা ক্ষতির সম্মুখীন না হয় তার জন্যই প্রতি কুন্টালে ৪ কেজি করে বাদ দেওয়া হচ্ছে l

এবং দপ্তরের সাফাই এই ধানগুলো মিলে পাঠালে সরকারপক্ষ প্রতি কুইন্টাল ধানে ৬৮ কেজি চাল মিল থেকে বুঝে নেবে l কারণ ধান থেকে চাল করতে গেলে মিলে ঘাটতি হয় যেমন তুষ কিছু কাকড়, বালু থাকে সেই কারণেই ৪ কেজি করে বাদ দেওয়া হচ্ছে, তবে কৃষকদের অভিযোগ দপ্তরের কর্মীরা মিল মালিকদের সঙ্গে যোগ-সাজোস করে তাদের মুনাফার দিকটা দেখছে এইদিকে আমাদের কৃষকদের ক্ষতি করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =