নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ২৭,নভেম্বর :: দেবদাস নন্দী ২০১৩ সালে করেছেন মাউন্ট এভারেস্ট জয়। পেয়েছেন একাধিক পুরস্কার। এবার তিনি এলেন ছাতনা ব্লকের পণ্ডিত রঘুনাথ মুরমু আবাসিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্লাস নিলেন এছাড়া প্রজেক্টরের মাধ্যমে দেখালেন কিছু চিত্র।
অবশেষে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে আগামী দিনের শুভেচ্ছা জানালেন। এবং উৎসাহ দিলেন কতটা মানসিকভাবে শক্তিশালী হলে এসব বড় বড় কাজ করা যায় তাও তিনি ছাত্র-ছাত্রীদেরকে শেখালেন। মাউন্ট এভারেস্ট জয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন।
এদিন মাউন্ট এভারেস্ট জয়ী দেবদাস নন্দী ছাড়াও উপস্থিত ছিলেন ছাতনা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল, পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবশীষ গাঙ্গুলি সহ ব্লকের ইঞ্জিনিয়ার দেবাশিস সাঁতরা প্রমুখ ।