নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ২৭,নভেম্বর :: ৩ বছর আগে দিল্লিতে কৃষকরা ধরনায় বসে ছিল ও শ্রমিকরা ধর্মঘট করেছিল । তারপর থেকেই দিনটি পালন করে কিষান সংযুক্ত মোর্চা। সেইমতো বর্ধমান রেলস্টেশন হতে একটি মিছিল বের হয় কৃষান সংযুক্ত মোর্চার পক্ষ থেকে ,যা কার্জন গেটে শেষ হয়। সেখানে চলে সমাবেশ।
কৃষকদের বিভিন্ন দাবি-দাবা নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় ,যার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে কৃষকদের দাবি-দাওয়া তুলে দেওয়ার কথা বলা হয়। কৃষকদের ডেপুটেশনের অন্যতম দাবি গুলো হল ন্যায্য মূল্যে সরকারকে ফসলের দাম দিতে হবে। বাঁধ মেরামত ও নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে। কৃষিকাজে ব্যবহৃত স্মার্ট মিটার বন্ধ করতে হবে।
ক্ষেত-মজুরদের ২০০ দিনের কাজ ও ৬০০ টাকা মজুরি দিতে হবে। ৬০ বছরের ঊর্ধ্বে কৃষক খেত মজুরদের ১০ হাজার টাকা ভাতা দিতে হবে। কৃষি কাজে ব্যবহৃত সারের কালোবাজারি রুখতে হবে। এ ধরনের বিভিন্ন দাবি-দাবা নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে।