বিদ্যালয় চলাকালীন সাপের আতঙ্ক ছড়ালো ইসলামপুর শহরের এক প্রাথমিক বিদ্যালয়ে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: বৃহস্পতিবার ২৮,নভেম্বর :: বিদ্যালয় চলাকালীন সাপের আতঙ্ক ছারলো ইসলামপুর শহরের এক প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনা টি ঘটে উওর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের মিডিল স্কুলে। বিদ্যালয় চলাকালীন এই ঘটনায় যথারীতি আতঙ্ক সৃষ্টি হয় ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সহ উপস্থিত সকলের মাঝে।

খবর দেওয়া হয় পশু প্রেমী সংগঠনে।শিক্ষক শিক্ষিকারা সকল ছাত্র ছাত্রী দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষনাৎ ছুঁটে আসেন পশু প্রেমী সংগঠনের সদস্য নবনীতা উপাধ্যায়। তিনি সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন ,

তিনি জানান উদ্ধারকৃত সাপটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মালাকার বলেন , বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সাপের কথা বলে আমরা তৎক্ষনাৎ ব্যাবস্থা গ্রহন করি। সাপটিকে উদ্ধার করা হলো । সাপেরও জীবন বাঁচলো আমরাও বাঁচলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 6 =