নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: বৃহস্পতিবার ২৮,নভেম্বর :: হারিয়ে যাওয়া কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত গ্রাহকদের হাতে তুলে দিল বাদুড়িয়া থানার পুলিশ। হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে স্বভাবতই খুশী গ্রাহকেরা।
বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে মোবাইল ফোন মানুষের জীবনে চলার পথে প্রথম সারির মধ্যে জায়গা করে নিয়েছে। হাতে মোবাইল পেলে নাওয়া খাওয়া ভুলে যায় আট থেকে আশি সকলেই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পথে ঘাটে বের হয়ে পকেটের মোবাইল রাস্তায় পড়ে যেতেই পারে।
অন্য কোন কারনে হারিয়ে যেতেই পারে। সে কারনে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করা নিয়ে তৎপর হয়েছে বাদুড়িয়া থানার পুলিশ। গতকাল রাতে বাদুড়িয়া থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া কুড়িটি ফোন উদ্ধার করে প্রকৃত গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল বাদুড়িয়া থানার পুলিশ।