নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৮,নভেম্বর :: বাজারে সবজির দাম ক্রমশাই ঊর্ধ্বমুখী, শিলিগুড়িতে অভিযান টাস্ক ফোর্সের। বাজারে সবজির দাম উর্ধ্বমুখী হওয়ার কারণে অস্বস্তিতে মধ্যবিত্ত। দামে লাগাম টানতে অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শিলিগুড়ির বিধান মার্কেটে নজরদারি শুরু করল টাস্ক ফোর্স।
প্রসঙ্গত গত শনিবার শিলিগুড়িতে সবজির দাম নিয়ন্ত্রণ নিয়ে একটি বৈঠক করেছিলেন শহরের মেয়র গৌতম দেব। সেই বৈঠকে তিনি নির্দেশ দেন সবজির বাড়তি দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সকে অভিযানে নামার এবং বিষয়টি খতিয়ে দেখার।
সেই অনুযায়ী আবারও শিলিগুড়ি বিধান মার্কেটে অভিযান শুরু করলো টাস্ক ফোর্স এর আধিকারিকরা। এদিন পাইকারি বাজার ও খুচরো বাজারে সবজির দাম কত রয়েছে, সে বিষয় নিয়ে খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি বিধান মার্কেটে গিয়ে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা।