বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচী পূর্ব বর্ধমান‌ জেলার মন্তেশ্বরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান‌ :: বৃহস্পতিবার ২৮,নভেম্বর :: বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচী পূর্ব বর্ধমান‌ জেলার মন্তেশ্বরে ফের মুখোমুখি দিলীপ ঘোষ গোটা রাজ্য জুড়ে বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচী চলছে ।

শীর্ষ নেতৃত্বরা বিভিন্ন ব্লকে ব্লকে পৌঁছে কর্মীদের সঙ্গে এই কর্মসূচী সফল করতে তৎপর হয়েছেন । ২০২৬ এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে দলীয় সংগঠনকে আরো শক্তিশালী ও কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের কথা তুলে ধরে জনমত সপক্ষে টানতে উদ্যোগ গ্ৰহণ করেছেন । পূর্ব বর্ধমান জেলাজুড়ে ও চলছে এই কর্মসূচী ।

বৃহস্পতিবার দিনভর জেলার একাধিক জায়গায় এই কর্মসূচীতে অংশ নিচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ । মন্তেশ্বর বাজারে এদিনের প্রথম কর্মসূচীতে হাজির হয়ে বাংলাদেশ সহ এই রাজ্যের একাধিক বিষয় সম্পর্কে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিলেন তিনি ।

এরপর খেড়ুর ছাতনি , মালম্বা বাজার , সাতগাছিয়া বাজার ও মেমারীতে আয়োজিত এই কর্মসূচীতে পরপর যোগ দেবার কথা রয়েছে দিলীপ ঘোষের । রয়েছেন স্থানীয় এলাকার বহু বিজেপি কার্যকর্তা সহ কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + seventeen =