নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৯,নভেম্বর :: বর্ধমান রোডের উচালন এলাকায় বৃহস্পতিবার রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলির কাছে উল্টে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরামবাগ থেকে বর্ধমান হয়ে ভায়া জামালপুর যাচ্ছিল বাসটি। দ্রুত গতিতে চালানোর ফলে বাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নয়নজুলির কাছে উল্টে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল এবং চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।দুর্ঘটনার ফলে আরামবাগ-বর্ধমান রোডে যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়ে পড়ে। মাধবডিহি থানা বুলচন্দ্রপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।