নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বলরামপুর :: শুক্রবার ২৯,নভেম্বর :: পুরাতন অলংকার ঝাঁ চকচকে করে দেওয়ার নাম করে বৃদ্ধার গলা থেকে সোনার অলংকার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বলরামপুর কালিতলা এলাকার এক গৃহস্থের বাড়িতে।
অভিযোগ, বাড়িতে একজন ৮৬ বছরের বয়স্কা বৃদ্ধা ছাড়া আর কেউ ছিল না। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুজন যুবক পুরাতন অলংকার পরিষ্কার করার নাম করে সন্দীপন ব্যানার্জির বাড়িতে হাজির হয়। বাড়িতে থাকা বয়স্কা বৃদ্ধার গলার পুরাতন সোনার অলংকার ঘসে মেজে পরিষ্কার করার কথা বলে। এতে বৃদ্ধা রাজি না হলে, সুযোগ বুঝে বৃদ্ধার গলায় থাকা প্রায় এক ভরি সোনার হার সুকৌশলে ছিনতাই করে চম্পট দেয় চোরেরা।
তবে লোকালয়ে কিভাবে কোথা থেকে এসে এরকম ঘটনা ঘটালো তারা তা ভয়ে বিস্তারিত জানাতে পারেননি ওই বৃদ্ধা। এমনই ঘটনায় চরম আতঙ্কে রয়েছে পরিবার থেকে শুরু এলাকার মানুষজন। ঘটনার বিষয়ে বলরামপুর থানায় খবর দিলে পুলিশ চুরি যাওয়া বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।