নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শুক্রবার ২৯,নভেম্বর :: চুঁচুড়ার যুবক বিষ্ণু মাল খুনে ঐতিহাসিক রায় দিল মহামান্য আদালত । সাত জনের ফাঁসি ও একজনকে সাত বছরের সাজা । প্রায় ৪ বছর আগে নৃশংস ভাবে খুন হয়ে যান চুঁচুড়ার রায়বেড়ে এলাকার বিষ্ণু মাল নামে এক যুবক।
খুন করে শরীরের টুকরো টুকরো দেহাংশ চারিদিকে ফেলে দেওয়া হয় । বিভিন্ন জায়গা থেকে তাঁর দেহাংশ উদ্ধার করে পুলিশ। চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস দলবল নিয়ে ওই যুবককে খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে দিয়েছিল বলে অভিযোগ। মামলার বিচার পর্ব চলে চুঁচুড়া আদালতে।
পুলিশ সূত্রে খবর, ২০২০ সালের ১১ অক্টোবর বিষ্ণুকে তাঁর বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। তার পরে চাঁপদানি এলাকার একটি বাড়িতে তাঁকে খুন করে দেহ ছ’টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়।
পরে বিশালকে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় বিশালদের হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন তিন গ্রামবাসী। দীর্ঘ ৪ বছর ধরে হুগলি চুঁচুড়া জেলা সদর আদালতে মামলা চলার পর বুধবার বিকালে বিষ্ণু মালের হত্যাকাণ্ডের সাজা ঘোষনা হয় ।এই রায় দৃষ্টান্ত মূলক রায় বলেই মনে করছেন সকলে।