নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৯,নভেম্বর :: পূর্ব বর্ধমানের মন্তেশ্বর, মালম্বা, সাতগাছিয়া, মেমারী সহ বিভিন্ন জায়গায় অভিযানে নেমেছিলেন বিজেপি নেতা তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সেখানেই তিনি আবাস যোজনা নিয়ে মন্তব্য করেন, তিনি বলেন ৭৫ লক্ষ বাড়ি এসেছে বাংলায় কিন্তু কোথাও কোন বাড়ি দেখতে পাবেন না, সব বাড়ির টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে ।।
এই মন্তব্যের পাল্টা দিল এবার তৃণমূল । তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় ২০২৪ এ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ । বিপুল ভোটে পরাজিত হয়েছেন তিনি। তাই দিশাহীন কথা বলছেন দিলীপ ঘোষ। আরো জানানো হয় ঠিক করে গ্রামে যাননি দিলীপ ঘোষ, গ্রামে গেলে দেখতে পাবেন আবাস যোজনার ঘর হয়েছে কি হয়নি? সঠিক তথ্য মানুষ দেবে।