আজ বসিরহাট মহকুমা আদালত বিচারক, মাফুজার মোল্লা কে কুড়ি হাজার টাকা রেজিস্টার বন্ডে জামিন দিলেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: শুক্রবার ২৯,নভেম্বর :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালি চলতি বছরের পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় আক্রান্ত তার নেজাট থানার সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের আকুঞ্জিপাড়ায় শেখ শাহজানের বাড়িতে তদন্ত গিয়ে আক্রান্ত হন তিনজন কেন্দ্র তদন্তকারী ।

এরপর শেখ শাহাজাহান, তার ভাই আলমগীর সর্দার, দিদার বাক্স মোল্লা, মাহফুজার মোল্লা ও জিয়াউদ্দিন মোল্লা। এই পাঁচজনের বিরুদ্ধে নেজাট থানার নম্বর কেসে অভিযোগ করেন সিবিআই তারপর তাদের হাজিরা দেয়ার জন্য নোটিশ পাঠায় নিজাম প্যালেসে গেলে তাদেরকে গ্রেফতার করা হয়।

দীর্ঘ সাত মাস জেল খাটার পর আজ বসিরহাট মহকুমা আদালত বিচারক মাফুজার মোল্লা কে কুড়ি হাজার টাকা রেজিস্টার বন্ডে জামিন দিলেন।।

তার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা সিবিআই নির্দিষ্ট কোন অভিযোগ আনতে পারিনি যার ফলে দীর্ঘদিন জেলে থাকার পর বিচারক মনে করেছে যার এখনো বিচার শুরু হলো না তাকে আটকে রাখা হয়েছে। উপযুক্ত নথি তথ্যের প্রমাণের অভাবে মাফুজার রহমানকে অবশেষে জামিন দিল বসিরহাট মহাকুম আদালত আগামীকাল জেল থেকে ছাড়া পাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − six =