নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: শনিবার ৩০,নভেম্বর :: উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার পাশের গ্রাম পঞ্চায়েত এলাকায় লুকিয়ে নাবালিকা বিয়ে! গোপন খবরের ভিত্তিতে পুলিশি অভিযানে গঙ্গাসাগরে থেকে উদ্ধার ২ জোড়া দম্পতি। প্রশাসনের পক্ষ থেকে বার বার প্রচারের পরেও প্রশাসনের নজর এড়িয়ে চলছে নাবালিকাদের বিয়ে।
আর এই খবর পেয়ে নাবালক নাবালিকা ও তাদের আত্মীয় পরিজনদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করল প্রশাসন। ঘটনায় হৈ চৈ পড়ে গ্রাম জুড়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর কোস্টাল থানার অন্তর্গত গঙ্গাসাগরের ধবলাট লালপুর সহ ধবলাট শিবপুর এলাকায়।
পুলিশ সূত্রে খবর গঙ্গাসাগর শাঁখা মোড় এলাকার এক নাবালিকা স্কুল ছাত্রীকে প্রায় মাস দুয়েক আগে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেন ধবলাট লালপুর এলাকার এক নাবালক ছেলে।
এরপর নাবালিকা স্কুল ছাত্রী ওই নাবালক স্বামীকে নিয়ে তার মাসির বাড়িতে প্রায় একমাস থাকে, পরে ছেলেটি নাবালিকা বউকে নিয়ে বাড়িতে এসে থাকতে শুরু করেন।
তবে আজ হঠাৎ গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ওই নাবালক ছেলেটির বাড়িতে হাজির হন। পৌঁছেই নাবালক স্বামী স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যান। পুলিশ সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে নাবালক ছেলে ও নাবালিকা মেয়েকে উদ্ধার করেন।
নাবালক ছেলেটির দুঃস্থ হতদরিদ্র বাবা জানান দশ বছর ধরে তিনি সুগার রোগে আক্রান্ত, গরিব মানুষ আমি একা কাজ করে সংসার চালাই কিছু উপায় না পেয়ে বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। অন্যদিকে পুলিশ ও চাইল্ড ওয়েলফার সোসাইটির যৌথ অভিযানে গঙ্গাসাগরের ধবলাট শিবপুরেও উদ্ধার হোলো আরো এক জোড়া নাবালক দম্পতি। প্রশাসন ইতিমধ্যে অভিভাবক এবং জোড়া দম্পতিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।