নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৩০,নভেম্বর :: চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ। বাঘাযতীন পার্ক থেকে একটি প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়। প্রসঙ্গত বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশের আয়োজন করে হিন্দু জাগরণ মঞ্চ। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জাগরণ মঞ্চের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া আরো অনেক সাধারন মানুষও এই সমাবেশে অংশগ্রহণ করেছিলেন। সমাবেশটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় বিভিন্ন রাজপথ অতিক্রম করে। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় এই সমাবেশ থেকে।