কুলপিতে পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন , অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলপি :: সোমবার ৯,ডিসেম্বর :: তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন করা হল দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। মৃতের নাম নুরুদ্দিন হালদার । কুলপির দৌলতপুরের বাসিন্দা । তিনি ছিলেন গাজীপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য। রবিবার রাতে নামাজ পড়তে মসজিদে আসছিলেন।

বাড়ি থেকে তিন চার মিনিট দূরে রাস্তার উপরেই দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে এবং ধারাল অস্ত্র দিয়ে সারা শরীরে কোপায়। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে গেলে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কুলপি গ্রামীন হাসপাতালে ওই তাকে নিয়ে আসেন।

সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন । এই খবর ছড়িয়ে পড়তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় । রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা ।এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ রয়েছে কিনা সে ব্যাপারে যদিও এখনো নিশ্চিত করে তৃণমূলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ।

কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, সম্প্রতি নুরুউদ্দিন গ্রামের কোন একটি বিবাদে জড়িয়ে পড়েছিলেন। সেই কারণেই এই খুন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় রাত পর্যন্ত মৃতের পরিবারের কেউ কোনো অভিযোগ জানাননি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

উচ্চপদস্থ পুলিশ কর্তারা রাতেই ঘটনাস্থলে পৌঁছান। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।এ বিষয়ে ছামনা মুনি অঞ্চলের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইক বলেন, সম্প্রতি নুরউদ্দিন বিধায়কের বিরুদ্ধে গিয়ে কথা বলেছিল। বিধায়কের কথা না শোনায় বিধায়কের অনুগামীরা নুরুউদ্দিনকে নৃশংসভাবে খুন করে। আমরা চাই পুলিশ প্রশাসন অবিলম্বে এই খুনের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে শাস্তি দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =