সাগরে বেহাল রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: সোমবার ৯,ডিসেম্বর :: দশ বছর আগে ভোটের সময় এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। কিন্তু ভোট মিটে যাওয়া ১০ বছর পরও এখনো সেই প্রতিশ্রুতি পালন হলো না। এখনো সেই কাঁচা ইটের রাস্তায় ভরসা এলাকাবাসীদের।

বেহাল রাস্তা থাকার কারণে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকার মানুষেরা অসুবিধার মধ্যে পড়েছে। বেহাল রাস্তা থাকার কারণে অ্যাম্বুলেন্স গ্রামের মধ্যে ঢুকতে পারে না এর ফলে সমস্যার মধ্যে পড়ে রুগী ও রুগীর আত্মীয়রা। কার্যত কোলে করে কিংবা কাঁধে করে রোগীদের নিয়ে আসতে হয় মেইন রাস্তায়।

গ্রাম বাসীদের পক্ষ থেকে বারংবার মন্ত্রীসহ স্থানীয় পঞ্চায়েতকে জানিও কোনরকম সুরাহা হয়নি এমনটাই দাবি করছে এলাকাবাসীরা। টানা ১০ বছর ধরে এমনই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর উত্তর-পশ্চিম ঘোলাপাড়া এলাকার এলাকার মানুষজনের।

শুক্রবার রাস্তা মেরামতির দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার কয়েকশো গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, ভোটের সময় নানান প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হয়নি। এখনো দু কিলোমিটার রাস্তা বেহাল দশা হয়ে পড়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =