নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ৯,ডিসেম্বর :: আবাস যোজনার আওতায় বরাদ্দকৃত সরকারী ঘর পেয়েও ফিরিয়ে দিলেন সীমান্ত রক্ষী বাহিনীর এক জওয়ান। ঘটনাটি ঘটেছে মেখলীগঞ্জ ব্লকের অন্তর্গত চ্যাংড়াবান্ধা অঞ্চলের পানিসালা এলাকায় ।
জানা যায় , ওই এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মরত একজন জওয়ান । নিজের নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হওয়ার খবর পেয়েই রবিউল ইসলাম বাবু এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিককে জানান যে , তিনি এই ঘর ফিরিয়ে দিতে চান ।
রবিউল বাবু জানান , আমি সরকারী কর্মচারী, আমার ঘরের অভাব নেই । তাই আমি চাই , আমার নামে বরাদ্দ সরকারী ঘর টি যাতে কোনো গরীব দুঃস্থ অসহায় ব্যক্তি কে দেওয়া হয় , যাদের প্রকৃত ঘরের অভাব রয়েছে । যাদের মাথায় ছাদ নেই ।
গ্রাম প্রধান ইলিয়াস রহমান মানিক জানান “রবিউল ইসলাম এর এই চিন্তাভাবনা কে আমরা সন্মান জানাই । আমরা এই বিষয়টি মেখলীগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক কে জানাবো”।