নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: সোমবার ৯,ডিসেম্বর :: গোটা রাজ্যে আবাস নিয়ে চলছে বেলাগাম বিক্ষোভ, মুর্শিদাবাদের ভগবানগোলা ২ ও তার থেকে কিছু কম নেই। ভগবানগোলা দুই নম্বর আমডাহারা অঞ্চলের, আবাস যোজনার ঘরের তালিকা থেকে নাম কাটা গিয়েছে সঠিক প্রাপকদের,
অন্যদিকে পাকা ঘর ওয়ালাদের নাম রয়েছে আবাস যোজনার ফাইনাল তালিকায়। এই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের। দিদিকে বলতে ফোন করে ঘরের আবেদন জানিয়েছেন অনেকেই, তাদের বাড়িতে ব্লক আধিকারিকেরাও এসেছিলেন সার্ভে করতে, আশ্বাসও দিয়েছিলেন তারা আবাস যোজনা পাওয়ার যোগ্য, কিন্তু এবারের ফাইনাল তালিকায় নাম নেই তাদের, আর তাতেই ক্ষোভ প্রকাশ ।