রবিবার গভীর রাতে নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: সোমবার ৯,ডিসেম্বর :: মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তার মাত্র একদিন আগেই রবিবার গভীর রাতে নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা।

সেই সঙ্গে তৃণমূলের এক বুথ সভাপতিও গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃত তৃণমূল কর্মীর নাম বিষ্ণুপদ মন্ডল এবং জখম তৃণমূলের বুথ সভাপতি গুরুপদ মন্ডল। এরা দু’জনেই নন্দীগ্রাম ১ ব্লকের কালীচরণপুর পঞ্চায়েতের ৭নং জালপাই এলাকার বাসিন্দা।

গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম কেন্দ্র থেকেই লড়াই করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর জেলা সফরের একদিন আগেই সেই নন্দীগ্রামেই তৃণমূল কর্মীদের ওপর প্রাণঘাতি হামলা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।

এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে অনির্দিষ্ট কালের জন্য বনধ ডেকেছে তৃণমূল কংগ্রেস। দোষীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এই বনধ চলবে বলেই দাবী জানিয়েছে তৃণমূল নেতৃত্বরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতের দিকে গুরুপদ ও বিষ্ণুপদ মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে ব্যাপক কোপানো হয়। এর জেরে ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন দু’জনে।

তাঁদের চিৎকারে স্থানীয়রা বেরিয়ে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর গুরুতর জখম অবস্থায় বিষ্ণুপদকে তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত্রি দেড়টা নাগাদ তাঁর মৃত্যু হয়। অন্যদিকে ধারালো অস্ত্রের ঘায়ে গুরুতর জখম গুরুপদ মণ্ডল বর্তমানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 4 =