নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৯,ডিসেম্বর :: বাংলাদেশে ইসকনের মহারাজ চিন্ময় প্রভুর নিঃস্বার্থ মুক্তির দাবি, বাংলাদেশে নিরবিচারে হিন্দু হত্যা, মন্দির প্রতিমা সহ বিভিন্ন হিন্দুদের সম্পত্তি ধ্বংস করা প্রতিবাদ জানিয়ে সনাতনী ঐক্য মঞ্চের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পূর্বস্থলী স্টেশন চত্বরে।
বিভিন্ন জায়গা থেকে আসা সনাতনী হিন্দুরা সেখানে যোগদান করেন। সেই মঞ্চে হাজির হয়ে বর্তমানে বাংলাদেশে আইনের শাসন নেই, দুর্বৃত্তদের হাতে ক্ষমতা গেলে যা ঘটনা ঘটে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এমনই মন্তব্য করেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ।
এছাড়া ওই দিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের জেলা সংযোজক খোকন লাল বিশ্বাস, হিন্দু সমাজ সংস্কারক কর্ণধর দে,দেবাশীষ অধিকারী সহ বিশিষ্টজনেরা।