।আবাস যোজনা প্রকল্পের ঘর দুর্নীতি হচ্ছে নির্দেশের পর নড়েচড়ে বসল বসিরহাট পৌরসভা – চার উপভোক্তার বিরুদ্ধে থানায় অভিযোগ।।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ৯,ডিসেম্বর :: সম্প্রতি নবান্নে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় আবাস দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে। সমস্ত জেলায় জেলার শাসকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তার মধ্যেও রাজ্যের বিভিন্ন জায়গায় আবাস দুর্নীতি নিয়ে বিক্ষোভ তৈরি হয়েছে ।

এবার বসিরহাট পৌরসভার ২০১৮-১৯ এর সালের আবাস যোজনা প্রকল্পের ঘর ৫,নম্বর ওয়ার্ডের ইমরান সরদার ৯ নম্বর ওয়ার্ডের শফিকুল গাজী নম্বর ১৪ অঞ্জনা সেন ১৮ নম্বর রবিন বিশ্বাস। ৫ ৯,১৪ ,১৮,নম্বর ওয়ার্ড ফাঁকা জমি দেখিয়ে আবাস যোজনা ঘর দ্বিতীয় কিস্তি টাকা নিয়ে কেউ বাড়ি বিক্রি করে চলে গেছে আবার কেউ ঘর কমপ্লিট করেনি।

তাদের বিরুদ্ধে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী নির্দিষ্ট তালিকা জিআই ট্যাগের নাম্বার দিয়ে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন । তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।

এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ১৮ নম্বর ওয়ার্ডের বছর সত্তরের বাসিন্দা রবিন বিশ্বাস তিনি বলেন আমি দ্বিতীয় কিস্তির ১ লাখ ৬০ হাজার টাকা পেয়েছি ঘরের লিনটন পর্যন্ত করতে পারিনি চার বছর অসুস্থ ছিলাম বিছনায় শয্যাশায় ছিলাম। আমি আবার বুধবার থেকে আবাস যোজনার ঘর শুরু করব।

১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঞ্জনা সেন ফাকা জমি দেখিয়ে দ্বিতীয় কিস্তি টাকা নিয়ে আবাস যোজনার ঘর না করে পালিয়ে গেছেন তাকে খুঁজছে বসিরহাট থানার পুলিশ । রাজ্যে আবাস দুর্নীতি নিয়ে রাজ্য প্রশাসন করা পদক্ষেপ নিতে চলেছে সেই চিত্র ধরা পড়ল বসিরহাট পৌরসভায়।

তিন দিন আগে হাসনাবাদ ব্লকের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অলিউর মন্ডল বলেছিলেন, আবাস যোজনার ঘর টাকা নিয়ে যারা ঘর করবেন না তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে সেই ভিডিও ভাইরাল হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 15 =