গতকাল রাতে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে।বিষুপদ মন্ডল নামে এক তৃনমুল কর্মীর ছাতিতে ধারালো অস্ত্রের কোপ মারে বিজেপি এমনটাই অভিযোগ তৃণমূলের ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: মঙ্গলবার ১০,ডিসেম্বর :: রবিবার সমবায় ভোটকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। লাঠি -বাঁশ নিয়ে মারপিটের পাশাপাশি বোমাবাজিও হয়েছিল। গতকাল রাতে একই রকম ভাবে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে।বিষুপদ মন্ডল নামে এক তৃনমুল কর্মীর ছাতিতে ধারালো অস্ত্রের কোপ মারে বিজেপি এমনটাই অভিযোগ তৃণমূলের ।

যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এরপরে বিষ্ণুপদকে আশংকাজনক অবস্থায় তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গভীর রাতে তার মৃত্যু হয়। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ময়না তদন্তের পর মৃতদেহ নিয়ে যাওয়ার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।

তিনি বলেন আপনি বন্ধ করুন এই মৃতদেহ ও রক্ত নিয়ে ছেলে খেলা, অসহায় মানুষকে আর মারার চেষ্টা করবেন না, ফল খারাপ হবে কারণ মানুষ যদি ক্ষেপে যায় আপনার আর পালাবার পথ থাকবে না। এদিন জয়প্রকাশ মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সৌমেন মহাপাত্র, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অসিত ব্যানার্জি, নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ান সহ অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 7 =