বিরলতম রোগে আক্রান্ত শিশু , সন্তানকে বাঁচাতে দিশাহারা হতদরিদ্র পরিবার

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: মঙ্গলবার ১০,ডিসেম্বর :: বিরলতম রোগে আক্রান্ত শিশু আর সেই রোগের চিকিৎসা করার জন্য দিশাহারা হয়ে গিয়েছেন হতদরিদ্র পরিবার। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন ওই শিশুর বাবা-মা। এই রোগের একটি ইনজেকশন এর দাম আনুমানিক ১৬ কোটি টাকা ।

এই বিপুল অংকের টাকা জোগাড় করতে কার্যত দিশাহারা হয়ে গিয়েছেন পরিবারের সদস্যরা। আর পাঁচটা শিশুদের মতন ২০২২ সালে বাবা-মার কোল আলো করে জন্মেছিল রিজওয়ান সরদার। জন্মের পর থেকে আর পাঁচটা শিশুর মতনই বড় হয়ে উঠছিল । কিন্তু হঠাৎ ওই শিশুর শরীরে ধরা পড়লো মেরুদণ্ডের পেশীর অ্যাট্রোফি (SMA) tpye – 2 রোগ।

পরিবারের লোকজন এই বিরল রোগের চিকিৎসা করাতে এখন দিশাহারা হয়ে পড়েছেন। প্রথমে ওই শিশুটিকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। কলকাতার হাসপাতালে চিকিৎসার পর ব্যাঙ্গালোরে গিয়ে এক চিকিৎসককে দেখানোর পর এই রোগটি প্রকাশ্যে আসে। স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA) একটি জেনেটিক ডিসঅর্ডার যা মেরুদন্ডের মোটর নিউরনকে প্রভাবিত  করে ।

যার ফলে পেশীর অবক্ষয় এবং দুর্বলতা দেখা দেয়। এই রোগ সাধারণত ৬ থেকে ১৮ মাস বয়সের মধ্যে প্রকাশ পায়। টাইপ ২ এসএমএ আক্রান্ত শিশুরা স্বাধীনভাবে বসতে পারে কিন্তু কখনো হাঁটতে পারেনা। এই রোগের প্রতিকার একটি ইনজেকশন।

এই ইনজেকশন এর দাম মধ্যবিত্তের নাগালের বাইরে । দাম ১৬ কোটি টাকা । সাধারণত এই ইনজেকশন আমেরিকা থেকে আনতে হয়। দিন আনা দিন খাওয়া পরিবারের এত বিপুল অংকের টাকা জোগাড় করতে কার্যত হিমশিম খেয়ে যাচ্ছেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 12 =