সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১০,ডিসেম্বর :: ডিসেম্বর মাস পড়ে গেল সেই ভাবে ঠান্ডা পড়ছিল না । আক্ষেপ ছিল শিলিগুড়িবাসির, তবে সেই আক্ষেপ মিটেছে। গতকাল রাতের থেকেই সর্বনিম্ন তাপমাত্রার পতন ঘটেছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করেছে, পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে।
সকাল থেকেই ছিল কুয়াশার দাপট শহর জুড়ে, ঘন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না সকালের দিকে। তবে বেলা বাড়লেও রোদের দেখা সেই ভাবে মেলেনি। শীতের আমেজ ভরপুর অনুভূত হচ্ছে। সকাল থেকেই পথ চলতি মানুষদের রীতিমতো গরম পোশাক পরে বের হতে হয়েছে।