নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বড়ঞা :: বুধবার ১১,ডিসেম্বর :: অভিযোগ উঠল জীবনকৃষ্ণের বিরুদ্ধে। বালির ঘাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেবার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধ। তবে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বলেন এটা একটা চক্রান্ত মিথ্যা অভিযোগ।
বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বলেন বড়ঞা বালি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে, গ্রামবাসীদের অভিযোগ পেয়ে আমি ভূমি দপ্তরে বি, এল, আর, ও অফিসে গিয়েছিলাম তিনি সমস্ত বেআইনি ঘাট গুলি বন্ধের নির্দেশ দেন। তারপর বালি মাফিয়ারা আমার নামে মিথ্যা অভিযোগ করে।
বড়ঞা থানার বেলগ্রাম নিবাসী মহম্মদ সালাউদ্দিন শেখ জীবনকৃষ্ণর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। তাঁর দাবি, ২০২২ সালে বালির ঘাট পাইয়ে দেওয়ার নাম করে তাঁর থেকে ১ লক্ষ ২০,০০০ টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। সেই টাকা ফেরত না দেওয়ায় বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায় করেন। বিভিন্ন রাজনীতির সূত্রে জানা গেছে এটা সম্পূর্ণ বেআইনি ।
এই ব্যাপারে বড়ঞা প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করেছেন কোনভাবে বেআইনি ঘাট গুলি চলতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন।