নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১১,ডিসেম্বর :: খাদান সিনেমার প্রচারে মালদায় এলেন অভিনেতা দেব। তাকে দেখতে উপচে পড়লো ভিড়। কলকাতা থেকে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন টলিউড অভিনেতা দেব। তাঁর সঙ্গে ছিলেন বাংলা ছবি খাদান সিনেমার আরো কলাকুশলীরা।
পুরাতন মালদা শহরের একটি বেসরকারি হোটেলে ওঠেন অভিনেতা দেব এরপর সেখান থেকে মালদা কলেজ অডিটোরিয়ামের নবীন বরণ উৎসবে অংশগ্রহণ করেন চিত্র তারকা দেব। মালদা কলেজ মাঠের মঞ্চ থেকে খাদান সিনেমার প্রচারের কথা বলেন অভিনেতা দেব। তাঁকে দেখতে মালদা কলেজ মাঠে প্রচুর মানুষ ভিড় করেন। কয়লা খাদানের দুই বন্ধুর ঘটনা অবলম্বনে এই সিনেমা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা দেব।