সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ ::শিলিগুড়ি :: বুধবার ১১,ডিসেম্বর :: ওয়েব সিরিজের জমানায় আবার পুষ্পা ২ দৌলতে আবার সিনেমা হল অভিমুখী। বর্তমানে ওয়েব সিরিজের দিকেই মানুষের ঝোঁক বেশি। আগে এক সময় রমরমা থাকতো সিনেমা হল। বিভিন্ন সিনেমা গুলো রিলিজের দিন উপচে পড়তো সিনেমা হল গুলিতে মানুষের ভিড়। রীতিমতো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হতো।
তবে কালের নিয়মে সবাই নিয়মে সমস্ত কিছুই যেন পাল্টে গেছে, ওয়েব সিরিজের দৌলতে সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সিনেমাহল গুলিতে শো টাইমগুলি প্রায় ফাঁকাই থাকে। তবে দুর্দান্ত সাফল্য মিলেছে পুষপা টু, প্রায় এক সপ্তাহ ধরে এই সিনেমাটি রিলিজ হলেও এখনো কিন্তু প্রচুর মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখছেন।
রীতিমতো নজর কেড়েছে মানুষের মনে জায়গা করে নিয়েছে পুষ্পা টু। শিলিগুড়ি নিউ সিনেমা প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে। প্রসঙ্গত সংশ্লিষ্ট সিনেমা হলের ম্যানেজার জানিয়েছেন, প্রথম দিন থেকে মানুষের ভালোই সাড়া মিলেছে। চারটে শো টাইমে যথেষ্ট দর্শক আসছেন সিনেমাটি দেখতে।