নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মহিষাদল :: কোভিড পরিস্থিতির কারনে দীর্ঘ প্রায় দুবছর সাংস্কৃতিক চর্চা থেকে অনেকটাই দূরত্ব তৈরি হয়। বর্তমান সময়ে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ফলে সংগীতের মজা নিতে মহিষাদল রাজবাড়ীর জলসাঘরে আয়োজন করা হলো উচ্চাঙ্গসংগীতের।
মহিষাদল রাজবাড়ী বর্তমান সদস্য হরপ্রসাদ গর্গের পারিবারিক অনুষ্ঠানকে উপলক্ষ্য করে শনিবার রাতে উচ্চাঙ্গসংগীতের আয়োজন করা হয়। উপস্থিত হয়েছিলেন উচ্চাঙ্গসংগীত শিল্পী ওয়াসীম আহমেদ খান। তাঁর সুমধুর সুরে মহিষাদল রাজবাড়ী জলসাঘর আলাদা পরিবেশ সৃষ্টি হয়।
কলকাতার সংগীত প্রেমিদের পাশাপাশি জেলার বহু সংগীত প্রেমিরা উপস্থিত হয়েছিলেন। সুদুর কলকাতা থেকে বহু অনুরাগীরা ভীড় জমায় মহিষাদল রাজবাড়ীতে। উচ্চাঙ্গসংগীতের আসরে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এদিন রাজবাড়ী আলোক সজ্জায় সজ্জিত করা হয়। দীর্ঘদিন পর মহিষাদল রাজবাড়ী এক অপরূপ রুপ ধারন করে। যা কলকাতার মানুষের মন কাড়ে।।