চার নদীর মোহনায় ভাসমান জেটির উপর সুন্দরবন দিবস পালিত হচ্ছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়মঙ্গল :: বুধবার ১১,ডিসেম্বর :: অভিনব উদ্যোগ নিল উত্তর২৪ পরগনা জেলা প্রশাসন রায়মঙ্গল নদীর গর্ভে ভাসমান জেটির উপর পালিত হল সুন্দরবন দিবস। বসিরহাটে মহাকুমার শাসক আশিস কুমার হিঙ্গলগঞ্জের ভিডিও দেবদাস গাঙ্গুলী হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী বিশিষ্ট শিক্ষক তুষার মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা।

এদিন রাইমঙ্গলের পারে ম্যানগ্রোভ পুজো করে সুন্দরবন দিবস ১১ ডিসেম্বর স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিশিষ্টজনেরা পদযাত্রার মধ্য দিয়ে চার নদীর মোহনায় গিয়ে ভাসমান জেটির উপর সুন্দরবন দিবস উদযাপিত করলেন।

অঙ্গীকারবদ্ধ হলেন সুন্দরবনের লাউয়া ২ ২৪ পরগনার ১৯ টি ব্লক রয়েছে অধিবেশিত অঞ্চল গভীর অরণ্য যাতে নির্বিচারে গাছ না কাটতে পারে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভের চারা লাগিয়ে প্রকৃতির ভারসাম্য বাঁচান

সুন্দরবন বাঁচলে আমরা বাঁচবো নদীর বাঁধ সংরক্ষিত হবে, প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে। ২০১১ সালের পর থেকে প্রতি বছর ডিসেম্বর মাসের ১১তারিখে সুন্দরবন দিবস পালিত হয়। ১৪ বছর ধরে চলছে। আজকের এই দিবসে অঙ্গীকারের মধ্য দিয়ে ম্যানগ্রোভ কে রক্ষা করার বার্তা দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + five =