ভারতীয় জলসীমানা লংঘন করায় ২ টি বাংলাদেশি ট্রলার সাহ ৭৮ মৎস্যজীবীকে গ্রেপ্তার করলো ভারতীয় উপকূল রক্ষী বাহিনী

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: বৃহস্পতিবার ১২,ডিসেম্বর :: ভারতীয় জলসীমা লংঘন করে ভারতে অনুপ্রবেশ করার অভিযোগে বঙ্গোপসাগর থেকে দুটি বাংলাদেশি অত্যাধুনিক ট্রলার সহ ৭৮ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। বঙ্গোপসাগরের উপর নজরদারি চালানোর সময় বঙ্গোপসাগরে দুটি অত্যাধুনিক সন্দেহজনক দুটি ট্রলার দেখতে পায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।

ভারতীয় উপকূল রক্ষী বাহিনী তড়িঘড়ি ওই দুটি ট্রলারকে ঘিরে ফেলে এরপর ট্রলারে থাকা মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী জানতে পারে। এই দুটি ট্রলার বাংলাদেশের ভারতীয় জলসীমানা লংঘন করে ভারতের মধ্যে ঢুকে পড়েছে। এরপর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দুটি ট্রলার সহ মোট ৭৮ জন মৎস্যজীবীকে গ্রেফতার করে।

দুটি ট্রলার ও ৭৮ জন মৎস্যজীবীকে ইতিমধ্যেই উড়িষ্যার পারাদ্বীপে নিয়ে এসেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। বেশ কয়েক মাস আগে ভারতীয় বেশ কয়েকজন মৎস্যজীবী ভারতীয় জলসীমা লংঘন করে বাংলাদেশে গিয়ে বাংলাদেশী উপকূল রক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশী মৎস্যজীবী ইউনিয়নের তরফ থেকে জানানো হয়েছিল ভারতীয় মৎস্যজীবীরা বারবার আন্তর্জাতিক জল সীমানা লংঘন করে বাংলাদেশের ঢুকে পড়ছে। আজ এই ঘটনার পর ভারতীয় মৎস্যজীবীরা পাল্টা অভিযোগ করছে শুধুমাত্র ভারতীয় মৎস্যজীবীরা আন্তর্জাতিক জল সীমানা লংঘন করে প্রতিবেশী দেশে অনুপ্রবেশ করে না।

বাংলাদেশের ও মৎস্যজীবীরা প্রায় সময় ভারতীয় জলসীমানা লংঘন করে ভারতের মধ্যে ঢুকে পড়ে। এই বিষয়ে কাকদ্বীপ মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র তিনি জানান, লাইলা ২ ও মেঘনা ৫ নামে দুটি অত্যাধুনিক মাছ ধরা ট্রলার মাছ ধরার সময় ভারতীয় জলসীমানা লংঘন করে ভারতের মধ্যে অনুপ্রবেশ করে।

বঙ্গোপসাগরে টহল দেয়ার সময় ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর নজর পাড়ে সেই দুটি ট্রলারের ওপর। এরপর উপকূল রক্ষী বাহিনী ওই দুটি অত্যাধুনিক ট্রলার সহ ওই ট্রলারে থাকা ৭৮ জন মৎস্যজীবীকে আটক করে। ইতিমধ্যেই৭৮ জন মৎস্যজীবীকে পারাদ্বীপের নিয়ে আসা হয়েছে। ভারতীয় বেশ কয়েকজন মৎস্যজীবী বাংলাদেশ গিয়ে বাংলাদেশের নৌ বাহিনীর হাতে আটক হয়েছে।

এখন দুই প্রতিবেশী দেশের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ। আমরা আশা করছি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে বাংলাদেশের মৎস্যজীবীদের পুনরায় বাংলাদেশে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে দেওয়া হবে এবং যে সকল ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশে নৌবাহিনী কাছে আটক হয়েছে তাদেরকেও দ্রুত আইনি প্রক্রিয়া এবং আইনি জটিলতা কাটিয়ে ভারতীয় মৎস্যজীবীদের ভারতে ফিরিয়ে আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 5 =