নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: বৃহস্পতিবার ১২,ডিসেম্বর :: গত ১২ মার্চ ২০২৪ ভার্চুয়ালি তাম্রলিপ্ত পৌরসভার এক নম্বর ওয়ার্ডে শহীদ মাতঙ্গিনী পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্থ স্থাপন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ ডিসেম্বর সেই কাজেরই শুভারম্ভ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ একাধিক আধিকারিক ও পৌরসভার কাউন্সিলরগণ। তাম্রলিপ্ত পৌরসভার এক, দুই ও ছয় নম্বর এই তিনটি ওয়ার্ডের মানুষেরা এই স্বাস্থ্য কেন্দ্রে থেকে সুবিধা পাবে।
পৌরসভার মানুষকে আর স্বাস্থ্য পরিষেবা নিতে দূরে যেতে হবে না এখান থেকেই স্বাস্থ্যপরিষেবা পাবেন পাশাপাশি এখান থেকে থাকবে টেলি মেডিসিনের ব্যবস্থাও। এই স্বাস্থ্যকেন্দ্রে তৈরি করতে খরচ হবে প্রায় ৩৭ লক্ষ টাকা এবং সম্পূর্ণ কাজ শেষ হবে ছয় মাসের মধ্যে এমনটাই জানান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়।