নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: বৃহস্পতিবার ১২,ডিসেম্বর :: পাঁচ হাজার ভক্ত সমন্বয় ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে পাঁচ দিনব্যাপী গীতা জয়ন্তী উৎসবের আজ অন্তিম দিন। এদিন বিশ্ব শান্তি যোগ্য সহ ইসকনের দেশীয় বিদেশি ভক্ত সমন্বয়ে বিভিন্ন ভাষায় এই গীতা পাঠের আয়োজন।
মূলত গীতা জন্ম জয়ন্তী হিসেবে এবারে ২৮ তম এই উৎসব পালিত হচ্ছে মায়াপুর ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট এর উদ্যোগে। সেদিন সকাল থেকেই দেশ ও বিদেশের হাজার হাজার ইসকন ভক্তরা একত্রিত হয়ে এই গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দেয়।