পঞ্চায়েতের মিটিংয়ে ধুন্দুমার কান্ড। ভরা পঞ্চায়েতে প্রধান উপপ্রধানের মারামারি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ১২,ডিসেম্বর :: পঞ্চায়েতের মিটিংয়ে ধুন্দুমার কান্ড। ভরা পঞ্চায়েতে প্রধান উপপ্রধানের মারামারি গুরুতর আহত হলেন পঞ্চায়েতের শিল্প সঞ্চালক। মারধরের অভিযোগ উপপ্রধান মনজুর আলম মল্লিকের বিরুদ্ধে। পাল্টা মারধরের অভিযোগ মনজুর আলমেরও।

বড়গাছিয়া এক নম্বর পঞ্চায়েতে চলছিল মিটিং সেখানেই উপস্থিত ছিলেন প্রধান পূজা হাজরা সহ পঞ্চায়েতের সদস্যরা। তার এলাকায় কেন কাজ হচ্ছে না এই অভিযোগ তোলেন উপপ্রধান সেই সময় কথা কাটাকাটিতে প্রধানকে মারধর করার চেষ্টা চালান উপ প্রধান মঞ্জুর আলম। প্রধানকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন শিল্প সঞ্চালক শফিকুল ইসলাম।

অভিযোগ উপপ্রধান তার ব্যবহৃত লাইসেন্স প্রাপ্ত বন্দুকের বাট দিয়ে তাকে মারধর করে। প্রধান ও শিল্প সঞ্চালকের তরফ থেকে উপপ্রধান মনজুর আলমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে জগতবল্লভপুর থানায়।

পাল্টা অভিযোগ মনজুর আলমের প্রধান ও সঞ্চালক একাধিক বিষয়ে তোলাবাজি করছে তার প্রতিবাদ করাতেই তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। একটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানা পাশাপাশি দলীয় নেতৃত্ব পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =