নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: বৃহস্পতিবার ১২,ডিসেম্বর :: মোটর বাইকের সাথে স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজন বাইক আরোহীর। ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার গোপালনগর গ্রামে। বোলপুর ইলামবাজার গামী রাস্তা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের বাসিন্দা বিরাজ মাল। ভাইয়ের স্ত্রীর সন্তান জন্ম দিয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। দেখা করতে যাচ্ছিল একটি বাইকে বিরাজ মাল সহ আরো দুজন।
ইলামবাজার বোলপুর গামী রাস্তা, গোপালনগরে বিরাজের বাইকের সাথে স্কুল বাসের ধাক্কা লাগে । সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বিরাজ মাল, বাবুসোনা মাল, সাগর মাল। পুলিশ তাদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা সেখানেই তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।